জাগ্রত যুব সংঘ
খালি পদ
২৫
জব কনটেক্সট
- ইউরোপীয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃতে বেসরকারী উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) খুলনা কর্তৃক”Collective Responsibility, Action and Accountability for Improved Nutrition (CRAAIN)”/ “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমনি¦ত প্রকল্প” বাগেরহাট জেলার ০৪ টি উপজেলায় (কচুয়া, মংলা, মোল্লারহাট ও শরণখোলা) বাস্তবায়ন করছে। প্রকল্পটি মাতৃ ও শিশু পুষ্টির উন্নয়ন করা, খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টিজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। এই প্রকল্পটি মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে লক্ষিত জনগোষ্ঠীর মাঝে সচেতনতা দবৃদ্ধি, উঠান বৈঠক আয়োজন ও পরিচালনা এবং কমিউনিটি মোবিলাইজেশন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে সেচ্ছাসেবক পদে নি¤েœাক্ত শর্তাবলী সাপেক্ষে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
আমার পেজে লাইক দিয়ে পাশে থাকুন প্লিজ !!
- আবেদনের আওতাভুক্ত উপজেলা ও ইউনিয়নসমূহঃ
- জেলার নাম: বাগেরহাট
- উপজেলার নাম: কচুয়া, মংলা, মোল্লারহাট, শরণখোলা
- ইউনিয়নসমূহ: গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া ও বাধাল (০৭), চাঁদপাই, বুড়িরডাঙ্গা, সোনাইলতলা, মিঠাখালী, সুন্দরবন, চিলা ও মোংলা পৌরসভা (০৭ জন), উদয়পুর, চুনখোলা, গাংনি, কুলিয়া, গাওলা, কোদালিয়া ও আটজুড়ী(০৭ জন), ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী (০৪ জন) – মোট: ২৫ জন
- নিয়োগযোগ্য সেচ্ছাসেবক এর সংখ্যা (প্রত্যেক ইউনিয়ন থেকে ০১ জন)
চাকরির দায়িত্বসমূহ
- ক্রেইন প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেঁরদের সহযোগিতায় প্রকল্প এলাকায় গ্রাম পর্যায়ে কিশোরী, প্রসূতি মহিলা, দুগ্ধদানকারি মা-দের নিয়ে সেশন করা
- কুকিং ডেমো আয়োজন, নিউট্রিশন চ্যাম্পিযন বাছাই ও বিভিন্ন দিবস পালনে উপজেলা সমন্বয়কারি ও ইউনিয়ন ফ্যাসিলিটেটরদের সহায়তা করা
- উপজেলা সমন্বয়কারি ও ইউনিয়ন ফ্যাসিলিটেটরদের ক্রেইন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা
- ইউনিয়ন ফ্যাসিলিটেটরদের বিভিন্ন তথ্য সংগ্রহে সহায়তা করা এবং কমিউনিটিকে পুষ্টিখাতে মোবিলাইজ করা।
- কমিউনিটি ক্লিনিক-এর সাথে কমিউনিটির সংযোগ সাধনে কাজ করা।
- নিউট্রিশন উদ্যোক্তা হিসেবে কমিউনিটিতে নিউট্রিশন প্রোমোট করা।
আমাদের ফেসবুক পেজে একটা লাইক হয়ে যাক ?
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই নূন্যতম এসএসসি পাশ হতে হবে।
কর্মস্থল
বাগেরহাটচাকরির সারসংক্ষেপ
প্রকাশ তারিখ: মে ১২, ২০২০
খালি পদ: ২৫
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্হল: বাগেরহাট
আবেদনের শেষ তারিখ: জুন ১০, ২০২০
শর্টলিস্ট ইমেইলে শেয়ার প্রিন্ট এই কোম্পানির অন্যান্য সব চাকরি রিপোর্ট / কোম্পানিএই চাকরির জন্য বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অতি সত্ত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন ।
complain@bdjobs.com
আবেদনের পূর্বে পড়ুন
শর্তাবলী:
১. আবেদনকারীকে অবশ্যই নূন্যতম এসএসসি পাশ হতে হবে।
২. আবেদনকারীর বয়স ১৮+ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্য সংশ্লিষ্ঠ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. কাজের মেয়াদ- প্রাথমিকভাবে ১ বছর। কর্মদক্ষতা ও প্রকল্পের তহবিল থাকা সাপেক্ষে নবায়নযোগ্য।
৪. খামের উপরে পদের নাম ও ইউনিয়নের ও উপজেলার নাম স্পষ্ট করে লিখতে হবে।
৫. আবেদনপত্র যাচাই-বাছাই-এর পর লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ফোনে জানানো হবে।
৬. সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
৭. যে সব ব্যক্তি সরকারী “ন্যাশনাল সার্ভিস” কর্মসূচীতে নিয়োগপ্রাপ্ত রয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
রিজিউমি গ্রহণের উপায়
ইমেইল
আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন jjsvolunteerinformation@gmail.com
হার্ড কপি
আবেদনের নিয়মাবলী:
ক) আবেদনপত্র কো-অর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, জাগ্রত যুব সংঘ (জেজেএস), ৩৫/৮ টিবি ক্রস রোড, খুলনা বরাবর লিখতে হবে এবং আবেদনপত্র অবশ্যই ১০ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ বিকাল ৫ ঃ ০০ ঘটিকার মধ্যে অফিসে পৌঁছাতে হবে।
খ) সংস্থা কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট জীবন বৃত্তান্ত ফরম এ আবেদন করতে হবে।
গ) আবেদনপত্রের সাথে (১) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি (২) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি (সত্যায়িত) (৩) জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদের ফটোকপি (সত্যায়িত) (৪) অভিভাবকের দ্বারা স্বাক্ষরিত অনাপত্তি পত্র (মূল কপি) (৫) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র (৬) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সংযুক্ত থাকতে হবে।
সম্মানী/ভাতাদি: কোন ধরনের সম্মানী প্রদান করা হবে না। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে ।
আবেদনপত্র সংগ্রহ এবং জমাদানের ঠিকানা:
ক্রেইন প্রকল্প অফিস
ঝিলাম তালুকদার (চেয়ারম্যান) বাড়ি, ২য় তলা, সুন্ধরবন কুরিয়ার সার্বিস এর বীপরিতে, স্টেডিয়ামের সামনে, বাগেরহাট সদর, বাগেরহাট।
যোগাযোগ: ০১৭২৫-৪১৫৪১০
অথবা: jjsvolunteerinformation@gmail.comআবেদনের শেষ তারিখ: জুন ১০, ২০২০
I need job